EIIN : 104055
School Code : ‍‍‍‍0215021302 BANSKHALI POURASAVA, CHATTOGRAM., BANSKHALI, Chattogram; 01712320155
BANSKHALI GOVERNMENT GIRLS' HIGH SCHOOL. বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় BANSKHALI POURASAVA, CHATTOGRAM., JALDI-4390, BANSKHALI, Chattogram
01712320155; bghs104055@gmail.com
Welcome To Our School

    Welcome To Our School



    বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় পৌরসদরে অবস্থিত ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৬2 সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠালগ্ন থেকেই এ বিদ্যালয়টি নারীদের শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। স্বাধীনতার পূর্ববর্তী সময়ে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন পটিয়া উপজেলার কৃতী সন্তান ডাক্তার বিমল কান্তি দাশ। এলাকার নারী শিক্ষার করূণ অবস্থা দেখে তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়েন। এলাকার স্বনামধন্য শিক্ষানূরাগী, সমাজসেবক ও ধনাঢ্য ব্যক্তিদের সহযোগিতায় ১৯৬২ সালে তৎকালীন এস ডি ও জনাব এম, এ , আউয়াল এই বিদ্যালয়ের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল সমাজে মেয়েদের জন্য শিক্ষা লাভের সুযোগ তৈরি করা, যাতে তারা নিজেদের স্বনির্ভর ও আত্মমর্যাদাশীল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। ১.৮৩ শতক জমির উপর পৃথক ৪টি একাডেমিক ভবন নিয়ে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও সহশিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে।সাফল্যের ধারাবাহিকতায় জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলার শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্টানের স্বীকৃতি অর্জন করে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ৩০.০৮.২০১৭ খ্রিষ্টাব্দে অত্র বিদ্যালয়কে উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে সদয় অনুশাসন (জি.ও)জারি করে।