EIIN : 104055
School Code : ‍‍‍‍0215021302 BANSKHALI POURASAVA, CHATTOGRAM., BANSKHALI, Chattogram; 01712320155
BANSKHALI GOVERNMENT GIRLS' HIGH SCHOOL. বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় BANSKHALI POURASAVA, CHATTOGRAM., JALDI-4390, BANSKHALI, Chattogram
01712320155; bghs104055@gmail.com
Headmaster Message

           একবিংশ শতাব্দীর এই বিশ্বায়নের যুগে তথ্য ও প্রযুক্তির ব্যবহার সর্বত্র বিদ্যমান। একথা অনম্বীকার্য যে প্রযুক্তি ছাড়া গোটা পৃথিবীই আজ অচল।গবেষণা থেকে শুরু করে, ব্যবসা, শিক্ষা, কৃষি, চিকিৎসাসহ ঘরে-বাইরে, মহাকাশে, মহাসমুদ্রে সকল ক্ষেত্রেই আজ প্রযুক্তির ছোঁয়া। প্রযুক্তির ব্যবহার ছাড়া আজকের পৃথিবীতে কোন কিছুই কল্পনা করা যায় না। তাই প্রযুক্তি সম্পর্কে আমাদের প্রত্যেকেরই সাম্যক জ্ঞান থাকা একান্ত আবশ্যক। বর্তমান যুগ হলো তথ্য প্রযুক্তির যুগ। তথ্য প্রযু্ক্তির মাধ্যমে দ্রুততার সাথে নির্ভুলভাবে যে কোন কাজ অনায়াসে করা সম্ভব। বাঁশখালী  সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তাদের স্টেকহোল্ডারদের সর্বোচ্চ সেবার মান নিশ্চিত করতে তথ্য প্রযু্ক্তির ব্যবহারের গুরুত্ব বিবেচনা করে এ ওয়েব সাইটের শুভ যাত্রা। সম্মানিত অভিভাবক ও বিদ্যালয় সম্পর্কে জানতে আগ্রহী সুধীজন এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান এই ওয়েব সাইট ভিজিটের মধ্য দিয়ে বিদ্যালয়ের দৈনন্দিন কার্যাবলী, ফলাফল, নোটিশ, বিদ্যালয় সম্পর্কিত তথ্যাদিসহ সার্বিক কর্মকাণ্ডের একটি সম্যক চিত্র উপলব্ধি  করতে  পারবেন। এর মাধ্যমে বিদ্যালয়ের কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা, গতিশীলতা, জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সকলকে আমাদের ওয়েব সাইট ভিজিটে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।

    (মনো্তোষ দাশ)

    বি,কম,বি,এড